এই সংসদ বৃহৎ মূলধন জড়িত শিল্পসমূহের সাথে, সংশ্লিষ্ট শ্রমিকদের স্ব-কারখানার শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়াকে বাধ্যতামূলক করবে
Semifinals
1
এই সংসদ মনে করে, উচ্চ দারিদ্য অঞ্চলসমূহে সরকারের উচিত সক্রিয়ভাবে প্রসেলাইজেশনে অংশগ্রহণ করা
Info Slide
INFO Slide
প্রসেলাইজেশন বলতে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসে রুপান্তর করাকে বোঝায়
Quarterfinals
1
এই সংসদ মোল্লা শচীন হিসেবে দেশত্যাগ করবে না
Info Slide
মোল্লা শচীন একজন আদি আফগান।তার পূর্বপুরুষ আফগানিস্তানের শেষ সোভিয়েত বিরোধী যুদ্ধে নিহত হয়েছেন।কিন্তু তিনি একজন উদারবাদী,নারীদের অধিকার সংরক্ষণ এবং ধর্মীয় উদারবাদ সমর্থন করেন। গত ১৫ বছর তিনি এই অধিকার সুপ্রতিষ্ঠার লক্ষ্যে বৈশ্বিক মানবধিকার সংস্থার সাথে কাজ করেছে।সম্প্রতি তালেবান ক্ষমতা গ্রহণের পর সর্বসাধারণ ক্ষমা ঘোষণা করলেও পূর্ব ইতিহাস বলে তালেবান ক্ষমতা অধ্যুষিত অঞ্চলে এমন উদারবাদী মানবাধিকার কর্মীদের হত্যা করা হয়েছে।এই অবস্থায় মোল্লা শচীন নিজের জানের নিশ্চয়তা রক্ষার্থে অন্যদেশে গমন করবেন নাকি একজন আন্দোলনকারী মানবাধিকার কর্মী হিসেবে নিজের জন্মভূমির এমন অনিশ্চিত অবস্থায় আদর্শ রক্ষার লড়াই চালাবেন এ বিষয় দ্বিধায় আছেন।
Round 4
1
এই সংসদ সেলিব্রেটি CEO, MR নিয়োগের ধারণার উত্থানে অনুতপ্ত
Round 3
1
এই সংসদ (অস্ট্রেলিয়া) তাদের নিরপেক্ষতার নীতি পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের পক্ষে AUKUS জোটে যোগদান করায় অনুতপ্ত।
Round 2
1
এই সংসদ এমন একটি পৃথিবীতে বাস করতে চায় যেখানে মানুষ সুখের এপিকিউরীয় ধারণা বিশ্বাস করে।
Info Slide
এপিকিউরীয়বাদ অনুযায়ী মানুষকে এমন আশা পোষণ করতে বলা হয় যা অর্জন করা তার জন্য সহজ। উদাহরণস্বরূপ, এপিকিউরীয়বাদের অধীনে, মানুষের উচিত সম্পদ কামনা না করা কেননা কেউ নিশ্চিত নয় সেটি সে অবশ্য ই অর্জন করবে কিনা।
Round 1
1
এই সংসদ (FIFA) কোনো দলের দর্শকদের পক্ষ থেকে যে কোনো পক্ষের খেলোয়াড়ের প্রতি জাতিগত বৈষম্যমূলক আচরণের জন্য সে দলকে শাস্তি প্রদান করবে।