প্রেক্ষাপট - ১
বাংলাদেশ ও ভারতের মধ্যে বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘের অধীনে Permanent Court of Arbitration (PCA)-তে মামলা করে ৭ জুলাই ২০১৪
আন্তর্জাতিক সালিশি আদালত বাংলাদেশের পক্ষে রায় দেয়। আদালত Equidistance (সমদূরত্ব) পদ্ধতির বদলে Equitable principle (ন্যায্যতার নীতি) প্রয়োগ করে, কারণ বাংলাদেশের উপকূল অবতল (concave) হওয়ায় সমদূরত্ব পদ্ধতিতে বাংলাদেশ মারাত্মকভাবে বঞ্চিত হতো।
এটি ছিল দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণভাবে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির দৃষ্টান্ত। ভারত রায়টি নির্বিবাদে মেনে নেয়, যা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রেক্ষাপট - ২
২০১৬ সালে Bangladesh Water Development Board ও চীনের PowerChina-এর মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছিল, যেখানে তিস্তার ব্যাপক ব্যবস্থাপনা-সম্পর্কিত সম্ভাব্যতা যাচাই/পরিকল্পনা নিয়ে কাজের কথা বলা হয়েছিল।