সাকি একজন রক্ষণশীল সমাজের নারী যার প্রায়শই নারীবাদীদের বিভিন্ন বাহ্যিক রূপায়নে Stereotyping এর শিকার হতে হয়, যেমনঃ- বড় টিপ পড়া, চুল ছোটো করা, উঁচু গলায় কথা বলা, সিগারেট খাওয়া, লিবারাল পোশাক পরিধান করা ইত্যাদি। সাকি উক্ত বৈশিষ্ট সম্পন্ন একজন নারী যিনি একটি নারীবাদী সংস্থার সাথে যুক্ত এবং তিনি নারিদের অধিকার এর জন্য বিভিন্ন রকম কাজ করেছেন।